আজ ১৪ই জুন, ২০২৫ – চট্টগ্রামের রাউজান থানার আধারমানিক খ্যাতিপাড়া গ্রামের বাসিন্দা আলপনা বড়ুয়ার কিডনি অপারেশনের জন্য অগ্রদূত বৌদ্ধ সংগঠন ৫১,২৩৫৳ (একান্ন হাজার দুইশত পঁয়ত্রিশ টাকা) আর্থিক সহায়তা প্রদান করেছে। আজ শনিবার আলপনা বড়ুয়ার পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।দীর্ঘদিন ধরে কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন আলপনা বড়ুয়া। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তার লক্ষাধিক টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে, আলপনা বড়ুয়ার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের ধর্মীয় ও সেবামূলক সংগঠন "অগ্রদূত বৌদ্ধ সংগঠন(DSTBP)"-এর কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে অগ্রদূত সংগঠনটি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
অগ্রদূতের উদ্যোগে সংগৃহীত অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অগ্রদূত বৌদ্ধ সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা অনিক বড়ুয়া, সহযোগী সদস্য অমিত বড়ুয়া এবং আনন্দপ্রিয় ভিক্ষু।
অগ্রদূত সংগঠনের সদস্যরা যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অগ্রদূত বৌদ্ধ সংগঠন দীর্ঘ নয় বছর ধরে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে আসছে।