শনিবার, ১২ জুলাই, ২০২৫

রামুর কচ্ছপিয়াতে খাল থেকে বিবিসন বড়ুয়া'র লাশ উদ্ধার

 

রামু, কক্সবাজার: গত তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে আজ দুপুরে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলি-নাপিতের চর এলাকার একটি খাল থেকে বিবিশন বড়ুয়া (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিবিশন বড়ুয়া নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা কালাচান বড়ুয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিশন বড়ুয়া অত্যন্ত সাদা-সিধে এবং সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। গত তিন দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে খালের পানিতে তাঁর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশকে দ্রুত ঘটনার তদন্ত শুরু করতে বলেছে এলাকায় মানুষ


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();