রবিবার, ১৫ জুন, ২০২৫

বিয়ের পিঁড়িতে বসার আগে প্রাণ গেল রিমঝিম বড়ুয়ার

বিয়ের পিঁড়িতে বসার আগে প্রাণ গেল রিমঝিম বড়ুয়ার

কক্সবাজার, ১৬ জুন ২০২৫: বিয়ের পিঁড়িতে বসার আর মাত্র কিছুদিন বাকি ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ গেল পূর্ব রাজারকুলের হিমাংশু বড়ুয়ার মেয়ে  রিমঝিম বড়ুয়ার। আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিমঝিমসহ আরও এক পুরুষ  ও এক শিশু যাত্রী নিহত হয়েছেন।

রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যান রামু রশিদ নগর এলাকায় পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। অন্যদিকে, কাভার্ড ভ্যানটি একটি গাছের সঙ্গে আটকে যায়।

ঘটনাস্থলেই যাত্রীবাহী বাসের যাত্রী রিমঝিম বড়ুয়াসহ মোট ৩ জন যাত্রী নিহত হন। নিহত রিমঝিম বড়ুয়ার আত্মীয়-স্বজন  সূত্রে জানা গেছে, আগামী ৬ জুলাই তার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের আনন্দে যখন পুরো পরিবার উৎসবে মেতে ওঠার কথা, ঠিক তখনই এই মর্মান্তিক ঘটনায় নেমে আসে শোকের ছায়া। যার বিয়ের সাজে মঞ্চে ওঠার কথা ছিল, তাকে আজ সাদা কাপড়ে মুড়িয়ে চিরবিদায় জানাতে হবে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের লাশ উদ্ধার করেন এবং আহত ৭ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি দীর্ঘদিন ধরেই তার ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য পরিচিত। প্রায়শই এই সড়কে বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন এবং চালকদের অসতর্কতার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে। ।

চট্টগ্রামে বৌদ্ধ ছায়াঙ্গনের ১১তম বর্ষপূর্তি: বর্ণাঢ্য আয়োজনে হবে প্রতিযোগিতা, সংবর্ধনা ও সম্মাননা

চট্টগ্রামে বৌদ্ধ ছায়াঙ্গনের ১১তম বর্ষপূর্তি: বর্ণাঢ্য আয়োজনে হবে প্রতিযোগিতা, সংবর্ধনা ও সম্মাননা

চট্টগ্রাম, ১৫ জুন ২০২৫: চট্টগ্রামের সুপরিচিত বৌদ্ধ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৌদ্ধ ছায়াঙ্গন আগামী ২০ জুন ২০২৫, শুক্রবার তাদের ১১তম বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। নগরীর জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাবের (৭ম তলা) বিপ্লব স্মৃতি হলে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে বন্দনা, গাথা ও সূত্রপাঠ প্রতিযোগিতা, যা বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এছাড়াও, বৌদ্ধ ধর্মে বিশেষ অবদান রাখা বৌদ্ধ কীর্তনীয়াদের সংবর্ধনা এবং বিভিন্ন বৌদ্ধ সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে। এই আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি তাদের এক দশকেরও বেশি সময়ের পথচলাকে স্মরণ করবে।

ইতিমধ্যে বন্দনা, গাথা ও সূত্রপাঠ প্রতিযোগিতার জন্য ফরম বিতরণ কার্যক্রম পুরোদমে চলছে এবং আয়োজকরা ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। যারা এখনো ফরম সংগ্রহ করতে পারেননি, তাদের নির্ধারিত প্রতিনিধির কাছ থেকে "বৌদ্ধ ছায়াঙ্গন মেধাবৃত্তি প্রতিযোগিতা"র ফরম সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বৌদ্ধ ধর্মাবলম্বী যে সকল শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা ফরম ও সিলেবাস সংগ্রহের জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন:

 * ০১৮৫৮-৩৯৫৭০৫

 * ০১৫১৬-১৭৯৭৬

 * ০১৮৬৪-৩৬৩৬১৬

 * ০১৮৩৫-১৬৫৯৩৮

 এই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানটি চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি মিলনমেলা এবং অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।


শনিবার, ১৪ জুন, ২০২৫

আলপনা বড়ুয়ার চিকিৎসায় অগ্রদূত বৌদ্ধ সংগঠনের আর্থিক সহায়তা

আলপনা বড়ুয়ার চিকিৎসায় অগ্রদূত বৌদ্ধ সংগঠনের আর্থিক সহায়তা

আজ ১৪ই জুন, ২০২৫ – চট্টগ্রামের রাউজান থানার আধারমানিক খ্যাতিপাড়া গ্রামের বাসিন্দা আলপনা বড়ুয়ার কিডনি অপারেশনের জন্য অগ্রদূত বৌদ্ধ সংগঠন ৫১,২৩৫৳ (একান্ন হাজার দুইশত পঁয়ত্রিশ টাকা) আর্থিক সহায়তা প্রদান করেছে। আজ শনিবার আলপনা বড়ুয়ার পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।দীর্ঘদিন ধরে কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন আলপনা বড়ুয়া। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তার লক্ষাধিক টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে, আলপনা বড়ুয়ার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের ধর্মীয় ও সেবামূলক সংগঠন "অগ্রদূত বৌদ্ধ সংগঠন(DSTBP)"-এর কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে অগ্রদূত সংগঠনটি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

অগ্রদূতের উদ্যোগে সংগৃহীত অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অগ্রদূত বৌদ্ধ সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা অনিক বড়ুয়া, সহযোগী সদস্য অমিত বড়ুয়া এবং আনন্দপ্রিয় ভিক্ষু।

অগ্রদূত সংগঠনের সদস্যরা যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি  কৃতজ্ঞতা  জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অগ্রদূত বৌদ্ধ সংগঠন দীর্ঘ নয় বছর ধরে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে আসছে।


বুধবার, ৪ জুন, ২০২৫

রাঙ্গুনিয়া রাজা নগর সাতঘড়িয়া শান্তিকুঞ্জ বিহারের ডাকাতি

রাঙ্গুনিয়া রাজা নগর সাতঘড়িয়া শান্তিকুঞ্জ বিহারের ডাকাতি

গত ৩ জুন ২০২৫ তারিখ দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়া শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বিহারের অধ্যক্ষ ভিক্ষু ভান্তেকে অস্ত্রের মুখে জিম্মি করে দানবাক্স, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে।

এই ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিহারটি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায়, এ ধরনের ঘটনা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং সামাজিক নিরাপত্তার জন্যও হুমকি। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন



শনিবার, ৩১ মে, ২০২৫

বোয়ালখালী সন্মিলিত বৌদ্ধ পরিষদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন,অভিষেক-সংবর্ধনা এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বোয়ালখালী সন্মিলিত বৌদ্ধ পরিষদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন,অভিষেক-সংবর্ধনা এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন,নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক,সংবর্ধনা,শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ৩০ মে  দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী উপজেলা সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান মালায় মধ্যেঃ- 


প্রথম পর্ব(সকাল ৯টায়) অনুষ্ঠান মালায় আশির্বাদক ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের,  বাংলাদেশ মাইনোরেটি বুড্ডিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ভদন্ত দীপানন্দ থেরো। বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি মিলু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধক ছিলেন - বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উপদেষ্টা ডা: মৃণাল কান্তি বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন - বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি-সংবর্ধিত ও সন্মানিত অতিথি ছিলেন- ফেনী জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট মি: চয়ন বড়ুয়া(বৈদ্যপাড়া), পরিষদের প্রথম প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, সদ্য সাবেক কার্যকরী সভাপতি শিক্ষক উৎপল বড়ুয়া। সদ্য সাবেক সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়ার স্বাগত বক্তব্য  ও পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া ভূপেল এর সাবলিল উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজনীতিবিদ অনুপম বড়ুয়া পারু, পরিষদের উপদেষ্টা  বাবু বাদল বড়ুয়া,  বাবু বোধিসত্ত্ব বড়ুয়া, অর্থ সম্পাদক জেসু বড়ুয়া চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, সহ সভাপতি সজল তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক দোলন বড়ুয়া, সহ সম্পাদক ছোটন বড়ুয়া,  কর্মকর্তা এনটন বড়ুয়া প্রমুখ।দুপুর ১টায় উপস্থিত সকলে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন ও সাংস্কৃতিক সম্পাদক কমল বড়ুয়া পরিচালনায় এবং মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী জুসি বড়ুয়াসমেত সহ শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান এর পর 

২য় পর্ব( বেলা ২টায়):- অভিষেক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান নব নির্বাচিত সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে উদ্বোধক ছিলেন -বোয়ালখালী সন্মিলিত বৌদ্ধ পরিষদের সিনিয়র সহ সভাপতি সমীরন বড়ুয়া টিটু। প্রধান অতিথি ছিলেন- কবি ও সাহিত্যিক ডাঃ পীযুষ কান্তি  বড়ুয়া। প্রধান জ্ঞাতি ছিলেন- জীবন শিখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও মেসার্স ফ্লোরা এন্ড ব্রাদার্স প্রাইভেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন সোহেল বড়ুয়া। পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মিহির বড়ুয়ার স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু তুষার কান্তি বড়ুয়া,  সংবর্ধিত অতিথি ছিলেন - শাকপুরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির এর প্রতিষ্ঠাতা দানশীল ব্যক্তি সাধক ডালিম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী থানার সাব ইন্সপেক্টর বিকাশ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সদ্য সাবেক সভাপতি লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের মহাসচিব সীমাজু বড়ুয়া, পটিয়া শাখার সভাপতি বিশিষ্ট সংগঠক শৈবাল বড়ুয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া ও রাজু বড়ুয়ার সাবলিল উপস্থাপনায় এ সভায় নব গঠিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মাইনোরেটি বুড্ডিস্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান ভদন্ত দীপানন্দ থেরো। এসময় প্রকাশনা সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া সম্পাদিত "বন্ধন" এর ৯ম সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথি বৃন্দ।

এ দিন ব্যাপি অনুষ্ঠানে বোয়ালখালীর ১৩টি বৌদ্ধ পল্লীর শিশু কিশোর,মাতৃ ও পিতৃ মন্ডলীসহ বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উপদেষ্টা কীর্তনশিল্পী অমর কেতু বড়ুয়া, বাবু রাসবিহারী বড়ুয়া, কর্মকর্তা শিবু বড়ুয়া, দুকুল কান্তি বড়ুয়া, রাজু বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া চন্দন, অনুপম বড়ুয়া সেতু, শম্ভুমিত্র বড়ুয়া,সত্যজিৎ বড়ুয়া,কাজল বড়ুয়া, শিক্ষক রাজীব বড়ুয়া, রুবেল বড়ুয়াসহ পরিষদের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।


[উক্ত নিউজটি ফেইসবুক আইডি বৌদ্ধবার্তা থেকে সংগ্রহ করা হয়েছে]


চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি গঠিত

চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি গঠিত


 চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি গঠিত।গতকাল ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার কাঞ্চন নগর বাদমতলস্থ মাসুমা কনভেনশন সেন্টারে  চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ব্যাংকার মৃদুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক বাবু রাখাল চন্দ্র বড়ুয়া,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক বাবু প্রদীপ বড়ুয়া চন্দ্র,  প্রধান আলোচক ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা বাবু সুদীপ বড়ুয়া,  পরিষদের বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক শংকর কুমার বড়ুয়ার সঞ্চালনায়  সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক টিপু কুমার বড়ুয়া। 
সাধারণ সভায়  ১০৫ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৮ কার্যবর্ষের জন্য পরিষদের কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অশোক বড়ুয়া সভাপতি,  অ্যাডভোকেট জয়দত্ত বড়ুয়া সাধারণ সম্পাদক,  গৌতম কুমার বড়ুয়া সাংগঠনিক সম্পাদক ও বিধান বড়ুয়া অর্থ সম্পাদক করে ১০৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়

শুক্রবার, ৩০ মে, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্বশান্তি প্যাগোডায় সন্ত্রাসী হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্বশান্তি প্যাগোডায় সন্ত্রাসী হামলা

 

সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ও সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রধান কার্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বশান্তি প্যাগোডায় সন্ত্রাসী হামলা হয়েছে।গতকাল ২৯শে মে বিকালে কাপুরুষোচিত ও  নিন্দনীয় এই ঘটনা ঘটে। একটি শান্তিপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে ধ্যান, অহিংসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়, সেখানে এমন হামলা দেশের নৈতিক অবক্ষয়ের একটি জ্বলন্ত প্রমাণ।

বিশ্বশান্তি প্যাগোডার অধ্যক্ষ প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “আমি নির্বাক ও হতবাক। বিচার কি পাবো?” — এই প্রশ্ন আমাদের বিবেককে নাড়া দেয়। এ হামলার মাধ্যমে কেবল একটি গঠনকেই নয়, বরং একটি সম্প্রদায়ের আত্মমর্যাদা, বিশ্বাস ও অস্তিত্বকেই অপমান করা হয়েছে।এই ঘটনার পর বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের সকলের দাবি এই ঘটনার সঙ্গে জড়িত সকল দুবৃত্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়।