১ ৷ হে ভিক্ষুগণ, যতদিন ভিক্ষুগণ নিজেদের সম্মিলনের ব্যবস্থা করে বার বার একত্রিত হবেন ততদিন তাঁদের পতন না হয়ে উত্থান হইবে ৷
২৷ যতদিন তাঁরা সমগ্র হয়ে একত্রিত হবেন ৷ সমগ্র হয়ে উত্থান করবেন ততদিন তাঁদের পতন না হয়ে উত্থান হইবে ৷
৩৷ যতদিন সমগ্র হয়ে সংঘনির্দিষ্ট কর্মসমূহের সম্পাদন করবেন ততদিন তাঁদের পতন না হয়ে উত্থান হইবে ৷
৪ ৷ যতদিন তাঁরা অব্যবস্থিতের ঘোষণা না করবেন, ব্যবস্থিতের উচ্ছেদ না করবেন, যথাব্যবস্থিত শিক্ষাপদগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হবেন ততদিন তাঁদের পতন না হয়ে উত্থান হইবে ৷
৫ ৷যতদিন তাঁরা তাঁদের মাঝে যাঁরা অভিজ্ঞ, বহুপূর্বগ, সংঘপিতা, সংঘপরিনায়ক, তাঁদের সৎকার করবেন, তাঁদের ভক্তি করবেন, তাঁদের সম্মান ও পূজা করবেন, তাঁদের বাক্য উপদেশ মেনে চলা উচিত বলে মনে করবেন ততদিন তাঁদের পতন না হয়ে উত্থান হইবে ৷
৬ ৷ যতদিন তাঁরা উৎপন্ন পুনর্জন্মদায়ক তৃষ্ণার বশবর্তী না হয়ে তাঁরা নির্জনবাসে প্রীতিলাভ করবেন ততদিন তাঁদের পতন না হয়ে উত্থান হইবে ৷
৭ ৷ যতদিন তাঁরা নিজ নিজ চিত্তের সৈ'র্য সম্পাদন করবেন, যাতে অনাগত প্রিয়শীল সব্রহ্মচারীগণ তাঁদের কাছে আসতে পারেন এবং যাঁরা আগত তাঁরা স্বচ্ছন্দে অবস্থান করতে পারেন ততদিন তাঁদের পতন না হয়ে উত্থান হইবে ৷
যতদিন এই সাত মঙ্গলবিধায়ক ধর্ম তাঁদের মাঝে বর্তমান থাকবে, যতদিন তাঁরা ওই ধর্মানুসারে নিজেদের নিয়ন্ত্রিত করবেন, ততদিন তাঁদের পতন না হয়ে উত্থান হইবে ৷
[©ফেইসবুক থেকে নেওয়া]