রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

বুয়েট ছাত্র সত্যজিত বড়ুয়া (জয়) পিএইচডি গবেষণার জন্য আমেরিকা যাত্রা

 

ছবিঃফেইসবুক থেকে নেওয়া
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর যন্ত্র কৌশল বিভাগের মেধাবী ছাত্র সত্যজিত বড়ুয়া (জয়) Ms এবং PhD গবেষণার জন্য Full Bright Scholarship নিয়ে ৩১ জানুয়ারি ২০২১ কাতার এয়ার লাইন্স যোগে আমেরিকা গমন করেছে। সে চট্টগ্রামের
বোয়ালখালি উপজেলার চরনদ্বীপ গ্রামের বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক, বাবু অনুপ বড়ুয়া (মিলটন)র প্রথম পুত্র এবং পরিবারের আলোকিত সন্তান।

সে বুয়েটে থেকে কৃতিত্বের সাথে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে। ছাত্র জীবনে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি, অষ্টম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে গোল্ডেন জিপিএ এবং চট্টগ্রাম সরকারী কলেজ থেকেও গোল্ডেন জিপিএ অর্জন সহ সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখে। 

©ফেইসবুক থেকে নেওয়া


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();