সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নির্বাচনে বুদ্ধরক্ষিত মহাথের সভাপতি ও ড. সংঘপ্রিয় মহাথের মহাসচিব নির্বাচিত

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নির্বাচনে বুদ্ধরক্ষিত মহাথের সভাপতি ও ড. সংঘপ্রিয় মহাসচিব  বাংলাদেশের প্রাচীনতম ও জনপ্রিয় সাংঘিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কার্যকরী পরিষদের নির্বাচনে রাউজান পূর্বআধার মানিক বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত  বুদ্ধরক্ষিত মহাথের সভাপতি ও মহাসচিব পদে  নির্বাচিত হয়েছেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল‍্যাণ প্রকল্পের প্রতিষ্ঠাতা পরিচালক ড. সংঘপ্রিয় মহাথের।সাংগঠনিক সচিব পদে অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, যুগ্ম মহাসচিব- এম,বোধিমিত্র মহাস্থবির, অর্থ-সম্পাদক- ধর্মপাল মহাস্থবির ও প্রচার ও প্রকাশনা সম্পাদক- উত্তমানন্দ স্থবির নির্বাচিত হন।

[ফেইসবুক থেকে নেওয়া]


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();