রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া বৌদ্ধ অনাথালয়ে এনুছাই মারমা (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
২১ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টায় এনুছাই এর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবুল আজাদ জানিয়েছে অনাথালয়ের আবসিক ভবনের ৪র্থ তলার ছাদে পরিত্যাক্ত একটি কক্ষের পাখার রডের সাথে ওড়না গলায় পেঁছিয়ে সে আত্মহত্যা করেছে।
আত্মহননকারী ছাত্রী খাগড়াছড়ি জেলার গ্যাংদিয়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের পশিম তাইতং পাড়ার হুলাচুইসিং মারমার মেয়ে ও অগ্রসার অনাথালয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ওই পুলিশ কর্মকর্তা তার ধারণা মঙ্গলবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে। অনাথ আশ্রমের পরিচালক সুমিতানন্দ থের বলেছেন ওই ছাত্রী আগে রাঙ্গামাটির একটি আশ্রমে ছিলেন, কয়েক মাস আগে সে এই আশ্রমে এসে নবম শ্রেণিতে ভর্তি হয়ে অন্যান্যদের সাথে অনাথ আশ্রমে থাকছে। তার এক বোনও হোয়ারাপাড়া ডিগ্রী কলেজে আবাসায়িক ব্যস্থায় থেকে পড়া লেখা করছে। এই পরিচালক জানায়, তিনি ঘটনার ৭ দিন আগের থেকে ছুটিতে ছিলেন। বুধবার এসে এই ঘটনা শুনেছেন আশ্রমের থানা ছাত্রীদের কাছ থেকে। ঘটনা শুনে স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় এনুছাই মারমা হলের চারতলার ছাদের দেয়ালের কয়েক জায়গায় এক যুবকের নামের সাথে যোগ চিহ্ন দিয়ে তার নাম লিখেছে। এই লেখার তার তারিখ লিখেছে ২০.০৯.২২। স্থানীয়দের ধারণা প্রেম ঘটিত কারণে কোনো আঘাত পেয়ে হয়ত ওই ছাত্রী আত্মহত্যা করতে পারে।বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম, পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। পুলিশ সুপার বলেছেন ময়নাতদন্তের পর ঘটনা জানা যাবে।
নিউজঃরাউজাননিউজ থেকে নেওয়া