আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান ২০২২ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ (দুই) কোটি টাকা বিশেষ অনুদান বরাদ্দ করা হয়। অদ্য ১৮ সেপ্টেম্বর, ২০২২খ্রি:, রবিবার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ২ (দুই) কোটি টাকার অনুদানের চেক প্রদান করেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে উক্ত অনুদানের চেক গ্রহণ করেন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ বেগম আরমা দত্ত এমপি। এ সময় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মি: সুপ্ত ভূষণ বড়ুয়া ও ট্রাস্ট সচিব মি. জয়দত্ত বড়ুয়া উপস্থিত ছিলেন ।
নিউজঃফেইসবুক হতে সংগ্রহ