সোমবার, ১৯ মে, ২০২৫

মায়নমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মসজিদ ও মাদ্রাসাতে সাধ্যমত সহায়তা প্রদান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা'র প্রতিনিধি দল।


মানবিক সহায়তা প্রদানের সময় 
মায়নমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মসজিদ ও মাদ্রাসাতে সাধ্যমত সহায়তা প্রদান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা'র প্রতিনিধি দল।বিগত ২৮মার্চ-০২৫খ্রিঃ প্রলয়ঙ্করী ভূমিকম্প যে দিন হয়েছিল সেদিন ছিল শুক্রবার (জুম্মাবার) সকলে মসজিদে নামাজে ছিল যার করাণে মৃত্যুর সংখ্যা বেশী, মাদ্রাসায় ১জন,মসজিদে ১৩জন ও আর এক মসজিদে ৪জন।। মায়নমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৩টি মসজিদ ও ১ টি মাদ্রাসাতে সাধ্যমত সহায়তা প্রদান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা'র প্রতিনিধি দল।
মহাসভার মানবিক তহবিলের সহায়তা যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এলাকার মুরব্বি মুসল্লীরা ভিক্ষুদের দেখে এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এই মানবিক সহযোগিতার কথাশুনে তারা উপস্থিত প্রতিনিধি বৃন্দকে এবং বাংলাদেশীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();