বুধবার, ২১ মে, ২০২৫

মিয়ানমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা

মায়ানমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সংগৃহিত  সহায়তা পৌঁছে দিতে, ৫ জন সাংঘিক ব্যক্তির একটি টিম সম্পূর্ণ ব্যক্তিগত খরচে  মায়ানমার যায়।প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ১/ ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির ২/ ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির, ৩/ ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির, ৪/ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির, ৫/ ভদন্ত কে. শ্রী. জ্যোতিসেন মহাস্থবির।


বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় প্রতিনিধি বৃন্দ আজ গত ১৯ মে সকালে ৩১৭টি ক্ষতি -গ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করেন, ৭০০ব্যাডের সেনাবাহিনী হাসপাতালে রোগীদের আর্থিক অনুদান, সেনাবাহিনী হাসপাতালের চিকিৎসা তহবিলে ৫২লক্ষ কিয়েট প্রদান,কয়েক -টি বিহার ও শিক্ষা প্রতিষ্ঠান,একটি মাদ্রাসা ও ৩টি মসজিদে মহাসভার মানবিক তহবিলের সহায়তা যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এই মানবিক সহযোগিতার কথাশুনে তারা উপস্থিত প্রতিনিধি বৃন্দকে এবং বাংলাদেশীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে বলেন যারা তহবিল সংগ্রহ করার জন্য দিনরাত কাজ করেছে তাদের জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ, যারা মানবিক সহযোগিতা করেছেন তাদের দান মহাসভার মাননীয় প্রতিনিধি বৃন্দ প্রতিক্ষণ প্রতিটি মুহুর্তে ভুক্তভোগীদের হাতে সরাসরি তুলে দিচ্ছে।




শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();