রবিবার, ২৫ মে, ২০২৫

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখা কমিটি গঠন

বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন,১৯৬৭ সালে প্রতিষ্ঠিত, বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘ (WFBY) এর আঞ্চলিক কেন্দ্র “বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ” একটি সামাজিক ও মানবিক সংগঠন।তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম জেলার বোয়ালখালী শাখার ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়।বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখা ২০২৫-২০২৭ কমিটি গঠন করে চট্টগ্রাম অঞ্চলের ববাবর প্রেরন করা হলে চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড ও সাধারন সম্পাদক তাপস বড়ুয়া এবং জাতীয় কমিটির চেয়ারম্যান মি. চিন্ময় বড়ুয়া রিন্টু ও মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া তা অনুমোদন করে সভাপতি বাবু সুমন বড়ুয়া ভুপেল, সাধারণ সম্পাদক বাবু কাজল বড়ুয়া ও অর্থ সম্পাদক শিক্ষক রাজীব বড়ুয়া সহ ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();