সোমবার, ২৬ মে, ২০২৫

অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া'র রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃক 'রিসার্চ এক্সেলেন্স রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫' লাভ করেছেন। এটি তাঁর ধারাবাহিক গবেষণা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে ।

এর আগে, ড. বড়ুয়া ২০২১, ২০২২ ও ২০২৩ সালে পরপর তিন বছর আন্তর্জাতিক ব্যবসা বিভাগ থেকে 'সেরা গবেষণা প্রকাশনা পুরস্কার' অর্জন করেন। এছাড়াও, তাঁর গবেষণাপত্রসমূহ বিশ্বব্যাপী ২,৭৩৬ বার উদ্ধৃত হয়েছে, যার মধ্যে ২২টি গবেষণাপত্র ২২ বারেরও বেশি এবং ৬টি গবেষণাপত্র ১০০ বারেরও বেশি উদ্ধৃত হয়েছে।

ড. বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০২০ সালে অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
 
আরও তথ্যের জন্য:

- [ড. সুবর্ণ বড়ুয়ার গুগল স্কলার প্রোফাইল](https://scholar.google.com/citations?hl=en&user=ghnoKpAAAAAJ&view_op=list_works

- [ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোফাইল] https://www.du.ac.bd/faculty/faculty_details/INTBS/634

শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();