শুক্রবার, ৩০ মে, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্বশান্তি প্যাগোডায় সন্ত্রাসী হামলা

 

সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ও সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রধান কার্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বশান্তি প্যাগোডায় সন্ত্রাসী হামলা হয়েছে।গতকাল ২৯শে মে বিকালে কাপুরুষোচিত ও  নিন্দনীয় এই ঘটনা ঘটে। একটি শান্তিপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে ধ্যান, অহিংসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়, সেখানে এমন হামলা দেশের নৈতিক অবক্ষয়ের একটি জ্বলন্ত প্রমাণ।

বিশ্বশান্তি প্যাগোডার অধ্যক্ষ প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “আমি নির্বাক ও হতবাক। বিচার কি পাবো?” — এই প্রশ্ন আমাদের বিবেককে নাড়া দেয়। এ হামলার মাধ্যমে কেবল একটি গঠনকেই নয়, বরং একটি সম্প্রদায়ের আত্মমর্যাদা, বিশ্বাস ও অস্তিত্বকেই অপমান করা হয়েছে।এই ঘটনার পর বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের সকলের দাবি এই ঘটনার সঙ্গে জড়িত সকল দুবৃত্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়।



শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();