শনিবার, ৩১ মে, ২০২৫

চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি গঠিত


 চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি গঠিত।গতকাল ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার কাঞ্চন নগর বাদমতলস্থ মাসুমা কনভেনশন সেন্টারে  চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ব্যাংকার মৃদুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক বাবু রাখাল চন্দ্র বড়ুয়া,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক বাবু প্রদীপ বড়ুয়া চন্দ্র,  প্রধান আলোচক ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা বাবু সুদীপ বড়ুয়া,  পরিষদের বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক শংকর কুমার বড়ুয়ার সঞ্চালনায়  সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক টিপু কুমার বড়ুয়া। 
সাধারণ সভায়  ১০৫ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৮ কার্যবর্ষের জন্য পরিষদের কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অশোক বড়ুয়া সভাপতি,  অ্যাডভোকেট জয়দত্ত বড়ুয়া সাধারণ সম্পাদক,  গৌতম কুমার বড়ুয়া সাংগঠনিক সম্পাদক ও বিধান বড়ুয়া অর্থ সম্পাদক করে ১০৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();