রাউজান, চট্টগ্রাম: বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতী ভিক্ষু ব্যক্তিত্ব এবং রাউজান খামার বাড়ি ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের মহোদয় আজ সকালে পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে স্থানীয় সদ্ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা এবং ভিক্ষু সংঘের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আজ সকালে আহার গ্রহণের পর ভদন্ত ধর্মানন্দ মহাথের অসুস্থতা অনুভব করেন। বিহারের দায়ক-দায়িকাগণ দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ভর্তি করানোর পর তার রক্তবমি হতে থাকে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভদন্ত ধর্মানন্দ মহাথের মহোদয়ের প্রয়াণ বৌদ্ধ সমাজে এক অপূরণীয় ক্ষতি। তার অবদান এবং স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছেন সকলে।
