রবিবার, ১৫ জুন, ২০২৫

বিয়ের পিঁড়িতে বসার আগে প্রাণ গেল রিমঝিম বড়ুয়ার

কক্সবাজার, ১৬ জুন ২০২৫: বিয়ের পিঁড়িতে বসার আর মাত্র কিছুদিন বাকি ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ গেল পূর্ব রাজারকুলের হিমাংশু বড়ুয়ার মেয়ে  রিমঝিম বড়ুয়ার। আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিমঝিমসহ আরও এক পুরুষ  ও এক শিশু যাত্রী নিহত হয়েছেন।

রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যান রামু রশিদ নগর এলাকায় পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। অন্যদিকে, কাভার্ড ভ্যানটি একটি গাছের সঙ্গে আটকে যায়।

ঘটনাস্থলেই যাত্রীবাহী বাসের যাত্রী রিমঝিম বড়ুয়াসহ মোট ৩ জন যাত্রী নিহত হন। নিহত রিমঝিম বড়ুয়ার আত্মীয়-স্বজন  সূত্রে জানা গেছে, আগামী ৬ জুলাই তার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের আনন্দে যখন পুরো পরিবার উৎসবে মেতে ওঠার কথা, ঠিক তখনই এই মর্মান্তিক ঘটনায় নেমে আসে শোকের ছায়া। যার বিয়ের সাজে মঞ্চে ওঠার কথা ছিল, তাকে আজ সাদা কাপড়ে মুড়িয়ে চিরবিদায় জানাতে হবে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের লাশ উদ্ধার করেন এবং আহত ৭ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি দীর্ঘদিন ধরেই তার ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য পরিচিত। প্রায়শই এই সড়কে বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন এবং চালকদের অসতর্কতার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে। ।


শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();