বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

রত্নসুহৃদ ধর্মানন্দ মহাথের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল

রাউজান, চট্টগ্রাম: বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একজন কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য এবং রাউজান কেউটিয়া খামারবাড়ি ধর্মদূত বিহারের সুযোগ্য অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামীকাল, ৪ জুলাই (শুক্রবার), রাউজান কেউটিয়া খামারবাড়ি ধর্মদূত বিহারে সম্পন্ন হবে। এই মহতী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ভিক্ষু সংঘ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। দুই পর্বে অনুষ্ঠিত হবে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান জাতীয় এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি দুটি পৃথক পর্বে বিভক্ত করা হয়েছে: প্রথম পর্ব: অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা সকাল থেকে শুরু হওয়া প্রথম পর্বে থাকবে অষ্টপরিষ্কারসহ সংঘদান এবং একটি স্মৃতিচারণ সভা। এই পর্বের সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। মঙ্গলাচরণ করবেন ভদন্ত মহানাম ভিক্ষু (উপাধ্যক্ষ, রামদাস মহাবিহার, হোয়ারাপাড়া) এবং ভদন্ত সুদীপানন্দ ভিক্ষু (অন্তেবাসিক, হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহার)। আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শাসনস্তম্ভ জীবনানন্দ মহাথের এবং সংঘবন্ধু দেবানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে থাকবেন কর্মবীর দেবমিত্র মহাস্থবির, এবং প্রধান সদ্ধর্মদেশক হিসেবে প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের ধর্মদেশনা প্রদান করবেন। এই পর্বের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করবেন শাসনরত্ন সুমিত্তানন্দ থের, মহাসচিব। দ্বিতীয় পর্ব: স্মৃতিচারণ সভা দিনের দ্বিতীয় পর্বে আয়োজিত হবে আরও একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ সভা। এই পর্বে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অগ্‌গ্নসাসনধ্বজ, সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯তম সংঘনায়ক অগ্‌গ্নমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, ড. বনশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক শাসনতিলক, সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। মঙ্গলাচরণ করবেন ভদন্ত জ্ঞানপাল ভিক্ষু এবং ভদন্ত শুভানন্দ ভিক্ষু। আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন স্মৃতিভাষ্কর শীলভদ্র মহাথের এবং মহাসভা সদ্ধর্মনিধি বিমলানন্দ মহাথের। এই পর্বের উদ্বোধক হিসেবে থাকবেন শ্রীসদ্ধর্মশাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের এবং প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উ. পঞঞা চক্ক মহাথের ধর্মালোচনা করবেন। উভয় পর্বেই দেশের স্বনামধন্য বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, ধর্মালোচকবৃন্দ এবং পণ্ডিত প্রবর ভিক্ষুসংঘ উপস্থিত থেকে প্রয়াত ধর্মানন্দ মহাথেরোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। 
 অনুষ্ঠানস্থলে পৌঁছানোর নির্দেশনা অনুষ্ঠানস্থল রাউজান কেউটিয়া খামারবাড়ি ধর্মদূত বিহারে সহজে পৌঁছানোর জন্য নিম্নোক্ত পথগুলো অনুসরণ করা যেতে পারে: * নোয়াপাড়া পথের হাট থেকে সরাসরি কেউটিয়া খামার বাড়ি। * রাউজান জলিল নগর থেকে নাতোয়ান বাগিচার আগেই কেউটিয়া খামার বাড়ি। * পাহাড়তলী চৌমুহনী থেকে নাতোয়ান বাগিচা হয়ে রাউজান কেউটিয়া খামার বাড়ি। 
 ধর্মপ্রাণ সকল অনুরাগী ও শুভানুধ্যায়ীদের এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে

শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();