চট্টগ্রাম, ৮ জুলাই, ২০২৫ : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অজিত বড়ুয়ার মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার ভোরবেলা এই ঘটনা ঘটে। হাতির আক্রমণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।স্থানীয়দের মতে অজিত বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভোর রাতের কোনো একসময় পাশের বনে থাকা বন্যহাতির পাল সমতলে এসে তার ওপর আক্রমণ চালায়।
স্থানীয় বাসিন্দাদের মতে ফলহারিয়া এলাকার পাহাড়ি ছড়া ও আশপাশে বন্যহাতির দল প্রায়ই গ্রামে নেমে আসে।
