
চট্টগ্রাম, ০৮ জুলাই ২০২৫ – বাংলাদেশর সুপরিচিত সামাজিক ও প্রগতিশীল বৌদ্ধ সংগঠন কন্থক বুড্ডিস্ট ইউনিটি তাদের ১১তম বর্ষপূর্তি উদযাপন করবে আগামী ২৫শে জুলাই। 'সেবাব্রত মানবতার পথচলায় আমাদের কন্থক'র ১১ বৎসর পূর্ণ, চলছে পথ ক্রমধারায় সেবার প্রত্যয়ে' – এই স্লোগানকে সামনে রেখে সমাজের ও সদ্ধর্মের কল্যাণে, আগামী প্রজন্মের সদ্ধর্মের সুশিক্ষার নিশ্চয়তায় এবং তথাগতের পবিত্র বাণী জগতের কল্যাণে প্রচারের উদ্দেশ্যে সারা বাংলাদেশব্যাপী আয়োজিত "উন্মুক্ত স্বর্ণপদক ও সূত্রপাঠ প্রতিযোগিতা"র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৫শে জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের "জুলাই বিপ্লব হল" প্রাঙ্গণে দুপুর ২টা ৩০ মিনিটে এই বর্ণিল আয়োজন শুরু হবে।
এই মহতী আয়োজনে প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীকে স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়াও, সমাজ ও সদ্ধর্মের প্রসারে অবদান রাখা বিভিন্ন সংগঠন এবং মহান জ্ঞানী-গুণীজনদের সংবর্ধনা জানানো হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
কন্থক বুড্ডিস্ট ইউনিটি এই পুণ্যময় আয়োজন এবং তারুণ্যের জয়কার সম্মেলনে সকলের আন্তরিক উপস্থিতি কামনা করেছে, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে।