মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির ২৫-২৮ইং কার্যনির্বাহী কমিটি গঠিত

চট্টগ্রাম ৮ জুলাই ২০২৫: সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির সাধারণ অধিবেশন গতকাল করইয়ানগর চৈতন্য বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গ্রাম ও বিহার হইতে থেকে আগত মহান ভিক্ষু সংঘের উপস্থিতিতে সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির ২০২৫-২০২৮ইং মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদ্ধর্মশোভন শীলানন্দ মহাথেরো সভাপতি এবং ভদন্ত আনন্দপ্রিয় থেরো মহাসচিব নির্বাচিত হয়েছেন।


সমিতির উপদেষ্টা হিসেবে রয়েছেন ছয়জন বরেণ্য ভিক্ষু। তাঁদের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মাননীয় উপ-সংঘরাজ সদ্ধর্মনীধি ধর্মদর্শী মহাথেরো। অন্য উপদেষ্টারা হলেন বিমুক্তিবারিধি বিদর্শনাচার্য রত্নপ্রিয় মহাথেরো, ভদন্ত লোকপ্রিয় মহাথেরো, ভদন্ত প্রজ্ঞাসার মহাথেরো, ভদন্ত শীলজ্যোতি মহাথেরো এবং ভদন্ত সুগতপ্রিয় মহাথেরো।



নবগঠিত কমিটিতে ভদন্ত রত্নানন্দ মহাথেরো কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো, ভদন্ত অনোমদর্শী মহাথেরো, সদ্ধর্মাচার্য এস. লোকজিৎ মহাথেরো, ভদন্ত জ্ঞানরক্ষিত মহাথেরো, ভদন্ত জ্যোতিপাল মহাথেরো এবং ভদন্ত ড. দীপংকর মহাথেরো।


মহাসচিবের পাশাপাশি যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ভদন্ত রতনানন্দ থেরো, সহকারী সচিব ভদন্ত জ্যোতিপ্রিয় থেরো এবং ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো।


সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভদন্ত সুমঙ্গল মহাথেরো, এবং সহ-সাংগঠনিক সম্পাদক ভদন্ত সাধনমিত্র থেরো। অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন ভদন্ত প্রজ্ঞাবোধি থেরো, এবং সহ-অর্থ সম্পাদক ভদন্ত শীলমিত্র থেরো।


দপ্তর সম্পাদক হিসেবে ভদন্ত রাহুলরত্ন থেরো এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে ভদন্ত শীলমিত্র থেরো (বড়দুয়ারা) মনোনীত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত শরণানন্দ থেরো, এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত সুরিয়াতিলক থেরো।


ধর্মীয় সম্পাদক হিসেবে ভদন্ত চন্দ্রজ্যোতি থেরো, এবং সহ-ধর্মীয় সম্পাদক হিসেবে ভদন্ত জ্যোতিরক্ষিত থেরো ও ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক সম্পাদক ভদন্ত ড. সুমনপ্রিয় থেরো এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক ভদন্ত জ্ঞাননন্দ থেরো নির্বাচিত হয়েছেন। সমাজকল্যাণ সম্পাদক ভদন্ত তাপসজ্যোতি থেরো এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক ভদন্ত তিষ্যানন্দ থেরো।



এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন:


১। ভদন্ত এস. ধর্মতিলক থেরো


২। ভদন্ত সংঘমিত্র থেরো


৩। ভদন্ত করুণানন্দ থেরো (ঢাকা)


৪। ভদন্ত বিনয়রক্ষিত মহাথেরো


৫। শান্তমিত্র থেরো


৬। ভদন্ত করুণানন্দ থেরো (বিবিবিলা)


নবগঠিত এই কমিটি সাতকানিয়া-লোহাগাড়া অঞ্চলের ভিক্ষু সমাজের উন্নয়ন ও বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();