সোমবার, ২১ জুলাই, ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি: অগ্নিদগ্ধ শিক্ষার্থী উক্যচিং মারমা আর নেই

ঢাকা, ২২ জুলাই ২০২৪ – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার উক্যচিং মারমা (১৪) আজ মঙ্গলবার ভোর ৩টায় মৃত্যুবরণ করেছেন। ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংকটাপন্ন অবস্থায় তার চিকিৎসা চলছিল।

উক্যচিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়ামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের উসাইমং মারমার ছেলে। উসাইমং মারমা রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();