![]() |
| প্রথম পুরস্কার গ্রহন করছে জয় বড়ুয়া লাভলু |
ঢাকা, ২৩ জুলাই ২০২৫ –বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে গতকাল বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী টেলিযোগাযোগ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক দল এবং বিশ্ববিদ্যালয়সমূহ অংশগ্রহণ করে।
পঙ্গুব্যক্তির নড়াচড়া নিয়ন্ত্রণ করতে ইলেক্ট্রোমায়োগ্রাফি (EMG) সংকেত ব্যবহার করে তৈরি কৃত্রিম হাত উদ্ভাবন করে ‘টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৫’-এ প্রথম স্থান অর্জন করেছে রোবোলাইফ টেকনোলজিস। এই যুগান্তকারী উদ্ভাবনের জন্য লাভলু বড়ুয়ার নেতৃত্বে তাদের দল জিতে নিয়েছে তিন লাখ টাকার চেক।
গতকাল, বুধবার, রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত এই দিনব্যাপী প্রদর্শনীতে ৩২টি উদ্ভাবনী প্রকল্পের মধ্যে রোবোলাইফ টেকনোলজিসের প্রকল্পটি সেরা বিবেচিত হয়। আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।
![]() |
| রোবোলাইফ টেকনোলজিস টিম |
এসময় টেলিকম সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী এবং কমিশনার মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
তরুণ উদ্ভাবকদের মেধা ও উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নতুন গতি আনবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, শুধু প্রতিভা থাকলেই হবে না, প্রয়োজন পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা। সরকার এ বিষয়ে সম্পূর্ণ আন্তরিক।

