চট্টগ্রাম:- গত ১৫ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১২.৫৫ মিনিটে এ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চন্দনাইশ উপজেলার সমৃদ্ধ বৌদ্ধ পল্লী ফতেনগর গ্রামের দ্বারপ্রান্তে অবস্থিত ফতেনগর সার্বজনীন পূর্ব সুনীতি বিহারের পরম পূজনীয় সভাপতি ও বিহারাধ্যক্ষ, এবং চন্দনাইশ ভিক্ষু পরিষদের সম্মানিত সহ-সভাপতি শ্রদ্ধেয় ভদন্ত সোমানন্দ মহাথের।ভান্তের পারলৌকিক নৈর্বানিক সুখ কামনায় আগামীকাল ২৫ জুলাই, শুক্রবার অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা এবং পেটিকাবদ্ধ অনুষ্ঠান ফতেনগর সার্বজনীন পূর্ব সুনীতি বিহারে অনুষ্ঠিত হবে।
গত ১৮ জুলাই, শুক্রবার, বিকাল ৫.০০ টায়, পন্ডিতপ্রবর সদ্ধর্মজ্যোতিকাধ্বজ বসুমিত্র মহাথের মহোদয়ের সভাপতিত্বে বিহার মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সম্মানিত সভাপতি জ্ঞানসারথী ভদন্ত জ্ঞানরত্ন মহাথের। আলোচনায় অংশগ্রহণ করেন প্রয়াত ভান্তের শিষ্য ভদন্ত শীলজ্যোতি মহাথের, ভদন্ত দীপংকর মহাথের ও ফতেনগর বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শরনানন্দ থের। সভার আহ্বায়ক- বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সংগীতশিল্পী তাপস কুমার বড়ুয়ার সভা আহবানের বিস্তারিত হেতু বর্ণনার পর, আলোচনায় অংশনেন বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি বাবু রতন কুমার বড়ুয়া, সহ সভাপতি প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া, ফতেনগর অহিংসা সেবক সংঘ'র সভাপতি সুমন বড়ুয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, উত্তর সুনীতি বিহারের সাধারণ সম্পাদক বাবু মিলন বড়ুয়া, বাবু প্রদ্যুৎ বড়ুয়া, বাবু ছোটন বড়ুয়া, বাবু নিউটন বড়ুয়া ও এডঃ পুলক বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন বিহার পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী। উপস্থিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, বিহার পরিচালনা কমিটি ও দায়ক দায়িকা বৃন্দ এবং গ্রামবাসীদের মতামতের ভিত্তিতে, আগামীকাল ২৫ জুলাই শুক্রবার পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করার দিন ধার্য্য করা হয়েছিলো।এই মহতী অনুষ্ঠানকে সার্বিক ভাবে সফল করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান করেন ফতেনগর গ্রামবাসী ।
