শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ড. ধর্মকীর্তি মহাথের শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন

ড. ধর্মকীর্তি মহাথের ডক্টরেট) ডিগ্রি গ্রহন করার সময়
চট্টগ্রাম, ২৫শে জুলাই ২০২৫ – সুদূর শ্রীলঙ্কার বিশ্বখ্যাত পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয় পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন চট্টগ্রামের মিরসরাই থানার দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের সম্মানিত বিহারাধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের। গতকাল, ২৪শে জুলাই ২০২৫, তিনি শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠান-২০২৪-এ অংশগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি গ্রহণ করেন।

ড. ধর্মকীর্তি মহাথেরের পিএইচডি গবেষণার বিষয়বস্তু ছিল "Buddhist eschatological theory reflected in the concept of thirty one planes of existence" (একত্রিশ লোকভূমি ধারণায় প্রতিফলিত বৌদ্ধ এসক্যাটোলজিক্যাল তত্ত্ব)। তাঁর এই অর্জন বৌদ্ধ ধর্মতত্ত্বের গভীর গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।ড. ধর্মকীর্তি মহাথের একজন বহু প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। তিনি মিরসরাই-সীতাকুন্ড বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি, ধর্মকীর্তি ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রোগ্রেস সোসাইটি (DIPPS) এর প্রতিষ্ঠাতা, সুবক্তা, ত্রিপিটক বিশারদ এবং বহু গ্রন্থের প্রণেতা। এছাড়া তিনি আনন্দ মহাথের স্মৃতি সংসদ ও মিরসরাই-সীতাকুন্ড বৌদ্ধ সমিতিরও প্রতিষ্ঠাতা। তাঁর এই বিরল অর্জন বাংলাদেশের বৌদ্ধ সমাজে এবং শিক্ষাঙ্গনে এক নতুন প্রেরণা জুগিয়েছে।পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মকীর্তি মহাস্হবির মহোদয়ের মতো তরুণ,মেধাবী, ধীমান সাংঘিক ব্যক্তিত্ব তাঁর মেধা, মননশীলতা, প্রজ্ঞা,শীল,বিনয় দিয়ে আমাদের বৌদ্ধ সমাজ গগনকে বিকশিত ও আলোকিত করবে এই আশা করছে বৌদ্ধ সমাজ।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();