মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ভদন্ত সোমানন্দ মহাথের পরলোকগমন

চন্দনাইশ, চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার সমৃদ্ধ বৌদ্ধ পল্লী ফতেনগর গ্রামের দ্বারপ্রান্তে অবস্থিত ফতেনগর সার্বজনীন পূর্ব সুনীতি বিহারের পরম পূজনীয় সভাপতি ও বিহারাধ্যক্ষ, এবং চন্দনাইশ ভিক্ষু পরিষদের সম্মানিত সহ-সভাপতি শ্রদ্ধেয় ভিক্ষু ভদন্ত সোমানন্দ মহাথের (৬২) মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। জানা গেছে, তিনি মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন।

পূজনীয় ভান্তে ফতেনগর গ্রামে দীর্ঘ ৩৪ বছর ধরে অত্যন্ত বিনয়ের সাথে ভিক্ষু জীবন প্রতিপালন করেছেন। তাঁর নির্লোভ, নিরহংকারী, মিষ্টভাষী ও নীরব সাধকের জীবন অত্র গ্রাম তথা এতদ অঞ্চলে ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর প্রয়াণে বৌদ্ধ সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজ, বুধবার, ১৬ই জুলাই দুপুর ৩টায় প্রয়াত ভান্তের প্রথম অনিত্য সভা বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যা ৬টায় পরবর্তী কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিহার মিলনায়তনে আরও একটি সভা আয়োজিত হবে।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();