মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বান্দরবানে থানচিতে শ্বশুরবাড়ির আঙ্গিনায় আম গাছে ঝুলন্ত অবস্থায় সুজন বড়ুয়া

গত সোমবার (১৪ জুলাই) সকালে বলীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনকেএস অফিস সংলগ্ন শ্বশুরবাড়ির আঙ্গিনায় আম গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পটিয়া উপজেলাধীন মৈতলা গ্রামের নন্দন বড়ুয়া এবং মৃত রত্না বড়ুয়ার কনিষ্ঠ সন্তান,বর্তমানে সুজন বড়ুয়ার ৫ বছরের এক ছেলে ও স্ত্রী রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত সুজন বাগান পাড়ায় ফোসিং মারমার মেয়ের জামাই। দীর্ঘ ৬-৭ বছর ধরে ঘর জামাই হিসেবে বসবাস করতেন তিনি। সকালে তার শ্বশুর আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পাড়াবাসীকে খবর দেয়। এছাড়া থানায় পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।এটা পরিকল্পিত হত্যা কান্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। 

সুজন বড়ুয়ার আকস্মিক অকাল প্রয়াণে গ্রামবাসী ও পরিবার-পরিজন সকলেই বাকরুদ্ধ।গ্রামবাসী এটার সুষ্ঠু তদন্ত চাই।গতকাল ১৪ তারিখ সন্ধ্যায় সুজন বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান পটিয়ার মৈতলা সদ্ধর্ম জ্যোতিঃবিহারে সু-সম্পন্ন হয়।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();