সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় শ্মশান থেকে সুমন বড়ুয়ার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায়  সুমন বড়ুয়া (২৯) নামে এক রাজমিস্ত্রী সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্মশান থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন বড়ুয়া ওই ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়া পাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে।

নিহত সুমনের মা আরতি বালা জানান, সকালে বাড়ির কাছেই স্থানীয় একটি শ্মশানের নির্মাণ কাজে যায় সুমন। দুপুরে খাবার খেতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। হেডমিস্ত্রী পায়ে আঘাত পাওয়ায় সকাল ১০টার দিকে বাড়ি চলে যাওয়ায় সুমন একাই কাজ করছিল। রাতে সুমন ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন দেওয়া হয়, কিন্তু ফোন রিসিভ হয়নি। পরে রাত সাড়ে ১০টার দিকে শ্মশানে সুমনের উপুড় হয়ে থাকা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, লাশের মুখের ডান পাশে থেঁতলানো দাগ ছিল এবং জিহ্বা কামড়ানো অবস্থায় ছিল। তবে অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য অপর রাজমিস্ত্রী মোস্তাহেরকে থানায় এনেছে। কী কারণে এই মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();