চট্টগ্রাম, ১৮ জুন ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ২০ জুন ২০২৫, শুক্রবার পালিত হতে যাচ্ছে বুদ্ধ জয়ন্তী ২৫৬৯। এই উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘মনুষ্যত্ব বিকাশে বুদ্ধবাণী বিষয়ক সম্প্রীতি সম্মেলন’, চিকিৎসা সেবা প্রদান, বৌদ্ধ গীতিনাট্যসহ বিবিধ কর্মধারা।
দিনব্যাপী এই আয়োজনের সূচনা হবে সকাল ৯টা ১ মিনিটে বিশ্বশান্তি কামনায় পদযাত্রার মাধ্যমে। এরপর সকাল ৯টা ২০ মিনিটে পঙ্খী অবমুক্তকরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা ৩০ মিনিটে অতিথিবৃন্দ আসন গ্রহণ করবেন এবং সকাল ৯টা ৪০ মিনিটে উদ্বোধনী সংগীত পরিবেশিত হবে। সকাল ১০টায় ‘মনুষ্যত্ব বিকাশে বুদ্ধবাণী বিষয়ক সম্প্রীতি সম্মেলনের’ শুভ উদ্বোধন করা হবে।
সম্মেলনে সকাল ১০টা ১০ মিনিটে সদস্য সচিবের প্রতিবেদন পেশ করা হবে। এরপর প্রধান আলোচকগন তাদের বক্তব্য রাখবেন।
বেলা ১১টা ৩০ মিনিটে বরেণ্য শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধান অতিথি তাঁর মূল্যবান আলোচনা রাখবেন এবং দুপুর ১২টা ৪০ মিনিটে সভাপতির বক্তব্যের মাধ্যমে সম্মেলনের প্রথম পর্ব শেষ হবে। দুপুর ১২টা ৫০ মিনিট থেকে মধ্যাহ্নভোজন ও বৌদ্ধ নাটক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
এই বিশেষ আয়োজনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বৌদ্ধ শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হচ্ছে, যা সম্প্রীতি ও মনুষ্যত্ব বিকাশে বুদ্ধের আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।