সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

অগ্রদূত বৌদ্ধ সংগঠন কর্তৃক উপোসথশীল পালনকারীদের পানীয়দান কর্মসূচি সম্পন্ন


চট্টগ্রাম: শুভ মধু পূর্ণিমা তিথি উপলক্ষে গত ৭ সেপ্টেম্বর, রবিবার, চট্টগ্রাম শহরের দামপাড়ার চট্টেশ্বরী সড়ক সংলগ্ন বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে অগ্রদূত বৌদ্ধ সংগঠন একটি বিশেষ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির আওতায় উপোসথ পালনকারী এবং বিহারে আগত সকল উপাসক-উপাসিকাদের মাঝে পানীয় ও চকলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভৈষজ্য পূজা, অষ্টপরিস্কার দান এবং পূজনীয় ভান্তেকে দানীয় সামগ্রী প্রদান করা হয়। এই মহৎ উদ্যোগে বিহারের পূজনীয় ভদন্ত প্রিয়বোধি ভান্তে উপস্থিত ছিলেন এবং তিনি সংগঠনের ধর্মীয়-মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। 

উক্ত পানীয় দান কর্মসূচিটি সুচারুভাবে সম্পন্ন হয় পানীয় দান কমিটি ২০২৫-এর আহ্বায়ক অভিষেক বড়ুয়া, সদস্য সচিব রবিন বড়ুয়া, অর্থ সচিব ফাগুন বড়ুয়া এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();