রাজধানীর মহাখালীতে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে উষা বড়ুয়া নামে এক নারী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ) সকালে ঊষা বড়ুয়া ঢাকা মহাখালীতে নিজ কর্মস্থলে যাওয়ায় সময় এই ঘটনা হয়।
ঢাকার দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বজনেরা জানান, সকালে উষা কর্মস্থলে যাচ্ছিলেন। কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় অসচেতনতার কারণে তিনি ট্রেনে কাটা পড়েন।
নিহত উষা বড়ুয়া কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন পশ্চিম মেরংলোয়ার রতন বড়ুয়ার মেয়ে বলে জানা যায়।উষা ঢাকায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিডিডিআর,বিতে ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি সেখানে যোগ দেন। এর আগে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন।