বোয়ালখালী (চট্টগ্রাম): আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বোয়ালখালীতে সম্মিলিতভাবে প্রবারণা ও ফানুস উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ অক্টোবর, ২০২৫-এ এই উৎসব পালিত হবে। এ উপলক্ষে শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে গোমদন্ডি ফুলতলস্থ সালাম মার্কেটের দ্বিতীয় তলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালখালীর বিভিন্ন বৌদ্ধ সংগঠন ও বিভিন্ন বিহারের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট-বোয়ালখালীর সভাপতি ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া। সভার সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন-বোয়ালখালী শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বদীপ বড়ুয়া।
অনুষ্ঠানে আশীর্বাদকের আসনে ছিলেন শ্রীপুর আদি শাক্যমুনি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাথের। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী।
সভায় সম্মিলিতভাবে উৎসব পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালীর সাধারণ সম্পাদক প্রান্তোষ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, দুকুল বড়ুয়া, অর্থ সম্পাদক যেশু বড়ুয়া চৌধুরী, প্রকাশনা সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া দেবু, সমাজকল্যাণ সম্পাদক সত্যজিত বড়ুয়া, দপ্তর সম্পাদক ছোটন বড়ুয়া।
এছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট-বোয়ালখালী সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া বিভু, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন-বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক রুপাল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শিক্ষক উজ্জ্বল মুৎসুদ্দি, অর্থ সম্পাদক রুপক বড়ুয়া, কার্যকরী সদস্য সুকোমল বড়ুয়া, অধ্যাপক সুমন বড়ুয়া, তড়িৎ কান্তি বড়ুয়া, সুজিত বড়ুয়া, বোধিসত্ত্ব বড়ুয়া এবং রনি বড়ুয়া। বিভিন্ন বিহার ও সংগঠনের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি সুন্দর ও সুশৃঙ্খল উৎসব আয়োজনের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বোয়ালখালীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান এই উৎসবকে আরও আকর্ষণীয় ও সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
