বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কারক সভার মিটিং এ বিনাজুরী শ্মশান বিহারে বাংলাদেশের সর্বোচ্চ থেরবাদী সাংঘিক সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার গঠনতন্ত্র অনুযায়ী মহামান্য সংঘরাজের মহাপ্রয়াণ করার ১৫ দিনের মধ্যে কারকসভা কর্তৃক পরবর্তী সংঘরাজ মনোনীত করা বাধ্যবাধকতা রয়েছে তাই কারকসভা গঠনতন্ত্রের ব্যত্যয় না গঠিয়ে গতকাল ২৪ নভেম্বর পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারে অনুষ্টিত কারকসভায় বৌদ্ধ রেনেসাঁর অন্যতম বৌদ্ধ গ্রাম পাহাড়তলী মহামুণি মহানন্দ সংঘরাজ বিহারের পূজনীয় অধ্যক্ষ, সংঘরাজ মহাসভার মাননীয় জ্যেষ্ঠ উপ-সংঘরাজ শাসনস্তম্ভ পরমারাধ্য ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির মহোদয় চতুর্দশতম মহামান্য সংঘরাজ মনোনীত হয়েছেন। পরম পূজনীয় ত্রয়োদশ সংঘরাজ অগ্গামহাপণ্ডিত সদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বরাত্রি সংঘরাজ মহাসভার সাধারণ অধিবেশনে বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় সংঘ প্রধান ও চতুর্দশ সংঘরাজ পদে অনুমোদন ও অভিষিক্ত হবেন বলে জানা গেছে।
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
এ সম্পর্কিত আরও খবর
- ব্লগার মন্তব্
- ফেইসবুক মন্তব্য
