রাউজান, চট্টগ্রাম: বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য এবং রাউজান কেউটিয়া খামারবাড়ি ধর্মদূত বিহারের সুযোগ্য অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরোর পেটিকাবদ্ধ অনুষ্ঠান আজ সোমবার (২৩ জুন) রাউজানস্থ খামারবাড়ী ধর্মদূত বিহারে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
ধর্মানন্দ মহাথেরোর সাপ্তাহিক অষ্টপরিষ্কারসহ সংঘদান ও পেটিকাবদ্ধ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো।উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সহ-উপসংঘনায়ক, সদ্ধর্মজ্যোতি, শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি অভয়ানন্দ মহাথেরো।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীসদ্ধর্মশাস্ত্রাচার্য অভয়ানন্দ মহাথেরো (সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা), মৈত্রীবারিধি পরমানন্দ মহাথেরো (সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা), ড. প্রিয়দর্শী মহাথেরো (যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা), সদ্ধর্মসারথি সুমনবংশ মহাথেরো (সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী) এবং সংঘসুহৃদ ধর্মপ্রিয় মহাথেরো (সভাপতি, বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটি)।
অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন কর্মবীর করুণাশ্রী মহাথেরো (সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব)।
এ সময়ে পণ্ডিত প্রবর ভিক্ষুসংঘ ও দায়ক সংঘের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে প্রয়াত ধর্মগুরু ধর্মানন্দ মহাথেরোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।