শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের বার্ষিক সাধারণ অধিবেশন সম্পন্ন

চট্টগ্রাম, ২৭ জুন ২০২৫ – আজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বশান্তি প্যাগোডায় ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের ৪৮তম বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে ২০২৫-২০২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিন বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ বিচিত্র ধর্মকথিক ধর্মপ্রিয় মহাথেরো এবং উপ-সংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথেরো। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথেরো। বিশেষ জ্ঞাতি হিসেবে ছিলেন ধর্মসারথী শাসনানন্দ মহাথেরো।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল এর সভাপতি ধর্মদূত জিনালংকার মহাথেরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও অনুষ্ঠানে গুণী, জ্ঞানী, প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এই নবনির্বাচিত কমিটি ধর্মীয় শিক্ষা ও সংঘের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();