বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

অগ্রদূত বৌদ্ধ সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

 

চট্টগ্রাম: ধর্মীয় এবং সেবামূলক সংগঠন 'অগ্রদূত বৌদ্ধ সংগঠন'-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ১১ই আগস্ট সোমবার এক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সংগঠনের সম্মানিত উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি এবং আহ্বায়ক কমিটির সকলের সম্মতিতে ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৭) দায়িত্ব পালন করবে।

নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের মানবিক এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমাণ সুজয় বড়ুয়া। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শ্রীমাণ হিমেল বড়ুয়া। এছাড়া, শ্রীমান অভি বড়ুয়াকে অর্থ সম্পাদক এবং শ্রীমান অমিত বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।এই কমিটি অনুমোদন করেছে অগ্রদূত বৌদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রত্যয় বড়ুয়া নিলয়।

২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই অগ্রদূত বৌদ্ধ সংগঠন বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির সদস্যরা বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। নবগঠিত কমিটির হাত ধরে সংগঠনটি ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();