শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রত্নসম্ভার সম্মিলনী সংঘটন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ও সূত্রপাঠ প্রতিযোগিতা সম্পন্ন

 চট্টগ্রাম, ১৫ই আগস্ট: রত্নসম্ভার সম্মিলনী সংঘটন কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী মেধাবৃত্তি ও সূত্রপাঠ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ১৪ ও ১৫ই আগস্ট চান্দগাঁও-এর ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ সার্বজনীন শাক্যমুনি বিহারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রত্নসম্ভার সম্মিলনী সংঘটনের প্রতিষ্ঠাতা পরিচালক মহাস্থবির এস লোকজিৎ ভিক্ষু। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন পণ্ডিত প্রবর ভিক্ষুসংঘ।

প্রথম দিনে, ১৪ই আগস্ট, 'ক' ও 'খ' বিভাগে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সূত্রপাঠ প্রতিযোগিতায় অংশ নেয়। পরের দিন, ১৫ই আগস্ট, 'গ', 'ঘ' ও 'ঙ' বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে উন্মুক্ত শ্রেণির প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করে।

এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহ এবং সূত্রপাঠের চর্চা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। রত্নসম্ভার সম্মিলনী সংঘটন ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করি।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();