মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদ কর্তৃক প্রথম সম্মেলন ও অভিষেক আগামী ২৩ আগস্ট।

চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মেলন পরিষদের প্রথম সম্মেলন ও অভিষেক-২০২৫। 'সংস্কৃতি বিকাশে • সাম্যের জয়গানে' স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ আগস্ট, শুক্রবার, বিকেল ৫টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে।

প্রথম পর্ব: সম্মেলন ও অভিষেক

অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে সম্মেলন ও অভিষেক-২০২৪। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ড. প্রীতি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সূর্যপ্রতাপ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়োন সোহেল বড়ুয়া এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য রুবেল বড়ুয়া।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে থাকছেন অভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক অশোক বড়ুয়া। আলোচকদের মধ্যে আরও থাকবেন মাছরাঙা টেলিভিশনের নির্বাহী প্রযোজক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, সংগীতশিল্পী পরমেশ বড়ুয়া এবং অভিনেতা ও নাট্যকার সুমন টিংকু।

বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মেলন পরিষদের সভাপতি বিপুল কান্তি বড়ুয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য দেবেন পরিষদের মহাসচিব শ্যামল চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুপ্রীয় কুমার বড়ুয়া ও সঞ্চারী বড়ুয়া সাচী।

দ্বিতীয় পর্ব: সাংস্কৃতিক সন্ধ্যা

দ্বিতীয় পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যার শিরোনাম 'নব রবে অরুণোদয়ে'। এই পর্বের আবৃত্তি নির্দেশনায় আছেন বনকুসুম বড়ুয়া এবং সংগীত পরিচালনায় জুলি বড়ুয়া। নৃত্য নির্দেশনা দিয়েছেন অনন্য বড়ুয়া এবং শিল্প নির্দেশনায় রয়েছেন হেমা বড়ুয়া। নাট্য নির্দেশনার দায়িত্বে আছেন সীমান্ত বড়ুয়া এবং তথ্যচিত্র রচনা করেছেন সেঁজুতি বড়ুয়া। এই পর্বের সঞ্চালনায় থাকবেন ইলা বড়ুয়া ও সেঁজুতি বড়ুয়া।



শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();