বোয়ালখালী, চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম জ্যৈষ্টপুরা অতীশ দীপংকর সার্বজনীন বৌদ্ধ বিহারে গতকাল ২২ আগষ্ট ত্রৈমাসিক বর্ষাবাস উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে এই পবিত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করলডেঙ্গা সার্বজনীন বোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্র বংশ মহাস্থবির।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর আদি শাক্যমুনি বিহারের অধ্যক্ষ পরমানন্দ মহাস্থবির। ধর্মদেশনা প্রদান করেন জ্যৈষ্ঠপুরা সার্বজনীন শরণংকর বিহারের আশীর্বাদক অধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি থের, অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞারশ্মি থের, মৈতলা স্বধর্মজ্যোতি বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু এবং প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষু সংঘ।অষ্টপরিস্কারসহ সংঘদানানুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন (BDT) সংগঠনের কর্মকর্তা এবং উক্ত বিহারের সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া।
![]() |
| ট্রাস্টি রুবেল বড়ুয়ার সাথে বিহারের যুবকবৃন্দ |
আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের মহাসচিব রুবেল বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বিজয় বড়ুয়া, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের উপজেলা সভাপতি পল্টু কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের মহাসচিব সীমাজু বড়ুয়া।
এই পুণ্য অনুষ্ঠানে স্থানীয় উপাসক-উপাসিকা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাঁরা সবাই একসঙ্গে মিলেমিশে এই পবিত্র দিনে নিজেদের ধর্মীয় কর্তব্য পালন করার মধ্যে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।



