শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

উপসচিব পদে পদোন্নতি পেলেন পঙ্কজ বড়ুয়া এবং বৈশাখী বড়ুয়া



পঙ্কজ বড়ুয়া এবং বৈশাখী বড়ুয়া উপ সচিব পদে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল ২৮ আগষ্ট বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এ আদেশ দেয়া হয়।মোট উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
 প্রজ্ঞাপন বলা হয়েছে তালিকার কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং- ০৫.০০.০০০০.১৩০.১২.০২৮.২৫.৭৩৮ এর প্রজ্ঞাপনের সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ -১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে পঙ্কজ বড়ুয়া এবং বৈশাখী বড়ুয়াকে উপসচিব(বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) পদে পদোন্নতি বদলী করা হয়েছে।পঙ্কজ বড়ুয়া এর আগে সিনিয়র সরকারি সচিব হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং বৈশাখী বড়ুয়া সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে।

শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();