শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কন্থক বুড্ডিস্ট ইউনিটি'র মানবিক উদ্যোগ পথশিশু এবং দরিদ্র মানুষের জন্য একবেলা আহার



চট্টগ্রাম: গত রাতে ২৯ আগষ্ট  'কন্থক বুড্ডিস্ট ইউনিটি'র সদস্যরা এক অনন্য মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। রাত ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত পথশিশু ও দরিদ্র মানুষের কাছে একবেলার খাবার পৌঁছে দেওয়া হয়। এই মহৎ উদ্যোগে কন্থক বুড্ডিস্ট ইউনিটি পরিবারে আনন্দের ঢেউ বয়ে যায়।

সংগঠনের সিনিয়র সদস্য পুস্প বড়ুয়ার উদ্যোগে এবং কন্থক পরিবারের সকলের সার্বিক সহায়তায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এ সময় সদস্যরা পথে যাদের সঙ্গে মিলিত হন, তাদের 'পথের ফুল' বলে সম্বোধন করেন। তাদের নিষ্পাপ হাসি দেখে ইউনিটির সদস্যরা আপ্লুত হন।

এই মানবিক উদ্যোগের সঙ্গে জড়িত এক সদস্য জানান, তারা এমন কিছু মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, যারা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছিলেন। এমন দুঃস্থ মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে তারা এক অকল্পনীয় পুণ্য অর্জনের তৃপ্তি অনুভব করেছেন।

কন্থক বুড্ডিস্ট ইউনিটি'র সদস্যরা আশা করেন, ভবিষ্যতেও তারা তাদের এই নিঃস্বার্থ মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();