রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে জমজমাট ফুটসাল টুর্নামেন্ট: অলৌকিক সংঘ ও ধর্মদান টিভির উদ্যোগে শুভ উদ্বোধন ৫ই সেপ্টেম্বর

 


চট্টগ্রামে অলৌকিক সংঘ-চট্টগ্রাম মহানগর ও ধর্মদান টিভির সহযোগিতায় এক জমজমাট ফুটসাল টুর্নামেন্ট সিজন-১ (২০২৫ইং) শুরু হতে যাচ্ছে। মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে।

আগামী ৫ই সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার চান্দগাঁওয়ের সিকো এরিনায় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবু প্রদীপ কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবু বনরূপ বড়ুয়া অমি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অলৌকিক সংঘ-চট্টগ্রাম মহানগরের সম্মানিত উপদেষ্টা বাবু রিমন বড়ুয়া এবং সভাপতি হিসেবে অলৌকিক সংঘ-চট্টগ্রাম মহানগরের সভাপতি বাবু অনুকর বড়ুয়া উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অলৌকিক সংঘ-চট্টগ্রাম মহানগরের উর্ধ্বতন সভাপতি বাবু ডেনি বড়ুয়া জুয়েল, সহ-সভাপতি বাবু নীরব বড়ুয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাবু নয়ন বড়ুয়া সুবল এবং সহ-সাধারণ সম্পাদক বাবু জনি বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু শুভ বড়ুয়া শিপন।

আয়োজকরা এই আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টটি উপভোগ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।



শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();