মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

জ্যৈষ্ঠপুরায় শতবর্ষী বোধিবৃক্ষ ও বুদ্ধ মূর্তির চীবর পুড়ানোর ঘটনায় এক যুবককে আটক

 


বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের শতবর্ষী বোধিবৃক্ষ ও বুদ্ধ মূর্তির চীবর (কাপড়) পুড়ানোর ঘটনায় মো: রহিম (২৭) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার এই ঘটনা ঘটে।

আটককৃত মো: রহিম উপজেলার খরনদ্বীপ এলাকার সন্দীপাড়ার রবিউল হকের ছেলে

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয় সেন বড়ুয়া বলেন, ভোর ৫ টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। বিষয়টি জানতে পেয়ে বিহারে গিয়ে দেখি বোধিবৃক্ষের কাপড় ও বুদ্ধমূর্তির চীবর খুলে আলাদা করে পুড়িয়ে দিয়েছে।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. হাসান বলেন, খবর পেয়ে আমি দ্রুত সেখানে গেয়েছি। আইনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন হোক সেটা আমি চাই এবং মুসলিম, হিন্দু ও বৌদ্ধের সম্প্রতি বজায় রেখে আমরা যেন বসবাস করতে পারি।

বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো: রাসেল জানান,মো: রহিম একজন মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মো: রহিম তার অপরাধের কথা ও মন্দিরে অগ্নিসংযোগ দেওয়ার কথা স্বীকার করে। তবে সে তার এই অপকর্মের কোনো যুক্তিযুক্ত কারণ স্বীকার করেনি।

তিনি আরো জানান, বিষয়টি সঠিকভাবে তদন্ত ও পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য আসামীকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();