বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ফ্রান্সে অশোক বড়ুয়ার করুণ মৃত্যু

 


ফ্রান্স প্রবাসী কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত শৈলেরডেবা গ্রাম নিবাসী অশোক বড়ুয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকালে মৃত্যু বরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আনুমানিক বিগত ৭ই অক্টোবর ২০২৫ ইং তারিখে ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুটা অন্য আট দশটা মৃত্যুর মতো স্বাভাবিক মৃত্য নয় । তিনি লাকর্ণবে রাস্তার পাশে ঝুপরি ঘর বানিয়ে বসবাস করতেন, এটা প্রবাসীদের জন্য অত্যন্ত লজ্জ্বাজনক বিষয়।অবহেলা জনিত কারনেই তার মৃত্যু হয়েছে বলে মনে করেন তার স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যেমে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, তারা বলেন নীজ এলাকার মানুষদের খোজ খবর নেয়া তাদের বিপদে পাশে থাকা এটা সামাজিক দায়িত্ব আমরা কিছুতেই এই দায়িত্ব অবহেলা করতে পারি না।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();