শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বড়ুয়া পাড়ায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি


চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বড়ুয়াপাড়ায় বসতঘরের গ্রিল কেটে নগদ ৪ লাখ টাকাসহ স্বর্ণের ৪ ভরি ওজনের গয়না এবং মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা বড়ুয়া পাড়া গ্রামের বাসিন্দা খোকন বড়ুয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। গতকাল শনিবার ১৭ অক্টোবর দুপুরের সময় ঘর তালাবদ্ধ করে স্ব-পরিবারে পার্শ্ববর্তী গ্রাম শ্রীপুর-আমুচিয়া বোধিসত্ত্ব বিহারের কঠিন চীবরদানের অনুষ্ঠানে গিয়েছিলো। রাতে বাড়ি ফিরে দেখে দরজার তালা ভাঙা। চোরের দল ৩টি আলমিরা ভেঙে নগদ ৪ লাখ টাকা, ৪ভরি স্বর্ণের গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চোরেরা বসত ঘরের বারান্দার গ্রিল কেটে বসত ঘরে ঢুকেছে।

এ ঘটনায় খোকন বড়ুয়া বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেন।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();