গতকাল ২৯শে জানুয়ারি,শুক্রবার উত্তর গুজরা ডোমখালী ড. জ্ঞানশ্রী প্রভাতী শিক্ষা কেন্দ্রের ৪১ জন শিক্ষার্থী সহ মোট ৪৩ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী এবং ধর্মীয় বই বিতরণ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমখালী গ্রামের শিক্ষাবিদ বাবু মোহনলাল বড়ুয়া,বিশিষ্ট ব্যবসায়ি ও দানবীর শেখর কান্তি বড়ুয়া,রিন্টু বড়ুয়া,নিজন বড়ুয়া।
এছাড়া সীবলী সংঘের পক্ষে রানা বড়ুয়া,বিশ্বমিত্র বড়ুয়া,জুয়েল বড়ুয়া,অপু বড়ুয়া,মাইকেল বড়ুয়া,জ্যাকসন বড়ুয়া,চন্দন বড়ুয়া,আকাশ বড়ুয়া,জিকু বড়ুয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন বাবু প্রত্যয় বড়ুয়া নিলয় তিনি বলেন
তিনি বলেন আজ ২৯শে জানুয়ারি,শুক্রবার উত্তর গুজরা ডোমখালী ড. জ্ঞানশ্রী প্রভাতী শিক্ষা কেন্দ্রের ৪১ জন শিক্ষার্থী সহ মোট ৪৩ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী এবং ধর্মীয় কিছু বই নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি।
আমাদের উদ্দেশ্যে আমাদের ছোট ছোট ভাই বোনদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এবং পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে তোলা।
আমাদের এই বৌদ্ধ ধর্মটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে অন্যান্য শিক্ষার পাশাপাশি আমাদের ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষাও দিতে হবে।
ধর্মীয় শিক্ষা কেন দিতে হবে???
বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখবেন আমাদের মধ্যে ধর্মান্তরিত ব্যাপারটা খুব বেড়ে গেছে ধর্মান্তরিত হওয়ার মূল কারণ হচ্ছে কিন্তু নিজের ধর্ম সম্পর্কে না জানা, না বুঝা, এবং ধর্মীয় শিক্ষার অভাব।
ছোট থেকেই যদি আমরা আমাদের ভাই বোনদের মাঝে ধর্মীয় শিক্ষাটি ছড়িয়ে দিতে পারি তাহলে অদূর ভবিষ্যৎতে আমাদের ছেলেমেয়েরা আর বিপদগামী হবে না।
তিনি আরো বলেন পরমপূজ্য শীলানন্দ স্থবির (ধুতাঙ্গ ভান্তে) এবং ধুতাঙ্গ ভান্তে'র ৩২ তম প্রিয় শিষ্য (আমার দাদা) ধর্মচক্ষু ভান্তের সহযোগীতায় আজ আমাদের এই শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন করতে পেরেছি।
পরিশেষে উত্তর গুজরা ডোমখালী ড. জ্ঞানশ্রী প্রভাতী শিক্ষা কেন্দ্রের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে উনি তার বক্তব্য শেষ করেন।
যাদের উদ্যোগে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়ঃ
প্রদেশ বড়ুয়া
বীনা বড়ুয়া
আধার মানিক,নতুন বাজার।
শিপন বড়ুয়া
পিংকি বড়ুয়া
বাহির সিগন্যাল, বড়ুয়া পাড়া, চান্দঁগাও।