আজ ৩১ জানুয়ারি, ২০২১,রবিবার বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারন সভায় চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ২৯তম সংঘনায়ক মনোনীত হলেন ধর্মাধিপতি বনশ্রী মহাথেরো ও উপসংঘনায়ক মনোনীত হন সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো।পরম পূজনীয় শ্রদ্ধেয় ২৯তম সংঘনায়ক ভান্তেকে ও উপসংঘনায়ক ভান্তেকে বন্দনা ও শ্রদ্ধাভিনন্দন।