অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন ডা . তরুন তপন বড়ুয়া।ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর আজ মঙ্গলবার (২২ জুন) স সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর।
ডা . তরুন তপন বড়ুয়া পেশাগত জীবনে একজন চিকিৎসক।তাঁর গ্রামের বাড়ি বােয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামে ।তাঁর পিতা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত্য কুমার বড়ুয়া।
তিনি চট্টগ্রামের কাফকো'র চীফ মেডিকেল অফিসার বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস এসােসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই কন্যা , এক পুত্রসন্তান সহ অসংখ্য আত্মীয় - স্বজন ও গুণগ্রাহী রেখে যান । মৃত্যুর পুর্বে তাঁর দেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গবেষণাগারে দান করে গেছেন । প্রয়াতের অনিত্যসভা বিকেল ৪ টায় চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে । অনিত্যসভা শেষে তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হবে ।