বুধবার, ২৪ আগস্ট, ২০২২

৬শ’ বছরের পুরনো বৌদ্ধ মূর্তির খোঁজ পাওয়া গেলো চীনে

আন্তর্জাতিক ডেস্ক
চীনে বিরূপ প্রভাব পড়েছে জলবায়ুর।চীনে তাপমাত্রা বাড়তে থাকায় নদ-নদী ও জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে।
পানি কমে কোথাও কোথাও জেগে উঠছে ডুবে থাকা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন।



পূর্ব এশিয়ার দেশ চীনে দিন দিন তাপমাত্রা বাড়ছে। দেখা দিয়েছে খরার। শুকিয়ে যাচ্ছে নদ-নদীর পানি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি শহর চংকিং-এ ইয়াংজি নদীর অববাহিকায়জুলাই মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায়প্রায় ৪৫ শতাংশ কম হয়েছে। এতেই নদীটির পানি শুকিয়ে দৃশ্যমান হয়েছে শত বছরের পুরনো একটি বৌদ্ধ মূর্তি।

ইয়াংজি নদীর চংকিং-শহরের কাছে ভেসে উঠেছে ফয়েলিয়াং নামক দ্বীপ প্রাচীরের সবচেয়ে উঁচুতে থাকা ত্রয়ী বৌদ্ধ মূর্তি। প্রাথমিক ভাবে জানা গেছে, বৌদ্ধ মূর্তিটি ৬০০ বছর আগে মিং এবং কিং রাজবংশের সময় নির্মিত।

এদিকে, নদ-নদীর পানি শুকিয়ে যাওয়ায় ব্যহত হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ ঘাটতি দেখাদিয়েছে সাংহাই প্রদেশে। ফলে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। সাংহাই শহরের নদীর তীরবর্তী বিল্ডিংগুলোতে সোম ও মঙ্গলবার আলো জ্বালানোতে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ সীমিত করা হয়েছে

শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();