বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

রাঙামাটিতে নির্মিত হলো ১২৬ ফুট সিংহশয্যা বুদ্ধমূর্তি

 

আজ ১৬ নভেম্বর রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলাতে উদ্ভোধন হলো বাংলাদেশের সর্ববৃহৎ সিংহশয্যা ১২৬ ফুট বুদ্ধমূর্তি।

রাঙামাটি রাজ বন বিহারের প্রধান ও পরিনির্বানপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) এর স্মৃতির উদ্দেশ্য ২০১২ সালের দিকে রাঙামাটির প্রত্যান্ত জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বন বিহারে ১২৬ ফুট সিংহ শষ্যা বুদ্ধ মূর্তিটি তৈরীর উদ্যোগ নেন উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বী সাধারন মানুষ ও ভিক্ষুরা। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি বুদ্ধমূর্তিটি নির্মাণ শুরু হয়ে ২০২১ সালের শেষ দিকে নির্মাণ কাজ সমাপ্ত হয়। দেশের সর্ববৃহৎ ১২৬ ফুট দীর্ঘতম ’সিংহশয্যা বুদ্ধ মূর্তির স্থপতি ছিলেন বিশ্বজিৎ বড়ুয়া, প্রকৌশলী প্রতিপদ দেওয়ান ও দয়াল চন্দ্র চাকমা। প্রকৌশলী ছিলেন তৃপ্তি শংকর চাকমা ও অঙ্কনের দায়িত্বে ছিলেন বিমলানন্দ স্থবির। এটি কোন সরকারী অর্থ সহায়তা ছাড়াই স্থানীয় মানুষের দানে অর্থ উত্তোলন করা প্রাায় চার কোটি টাকা ব্যয়ে এই বুদ্ধমূর্তিটি নির্মাণ করা হয়েছে। বিহারের মোট সাড়ে ১২ একর জায়গার মধ্যে প্রায় এক একর জায়গার উপর নির্মাণ করা হয় দেশের সর্ববৃহৎ এই সিংহ শয়্যা বুদ্ধ মূর্তিটি। এতে গৌতম বুদ্ধের বিশালাকার সিংহ শয্যা বুদ্ধ মূর্তিতে চোখ ধাধাঁনো নানান কারুকার্য করা হয়েছে।


শেয়ার করুন

Administrator: হিমেল বড়ুয়া

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();