গত ২৫ নভেম্বর ২০২২ ইং তারিখ রোজ শুক্রবার "অগ্রগতির অর্ধযুগে অগ্রদূত"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্রদূত বৌদ্ধ সংগঠনের অগ্রগামী তরুণ সদস্যরা তাদের প্রিয় সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক কার্যক্রমের আয়োজন করে। ।
উদযাপন পরিষদের সদস্য সচীব শ্রীমাণ সুষ্ময় বড়ুয়া-এর সঞ্চালনায় এবং পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের সর্বপ্রথম সংগঠনের সকল সদস্য সকাল ৮ঘটিকায় নন্দনকানন বৌদ্ধ বিহার, চট্টগ্রাম-এ মিলিত হয়। এরপর সকালবেলার বুদ্ধ পূজা দানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির নানা আয়োজন। বুদ্ধ পূজা শেষে বাসযোগে সদস্যরা সকলে চট্টগ্রামস্থ জোবরা গ্রামের উদ্দেশ্যে রওনা করে। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত জোবরা গ্রামের একটি অনাথ আশ্রমে অবস্থানরত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাথে ছিল সারাদিন জুড়ে বর্ষপূর্তির নানা আয়োজন। জোবরা গ্রামের অন্তর্গত সুগত বিহারে বুদ্ধ পূজা ও বুদ্ধ বন্দনাসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। পরবর্তীতে অনাথ আশ্রমের শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রীমাণ প্রত্যয় বড়ুয়া নিলয়। এতে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতসহ আরো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে শ্রীমাণ উৎস বড়ুয়ার পরিচালনায় শিক্ষার্থীদের বিনোদন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলজ খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সকল শিশু-কিশোরদের সাথে নিয়ে সংগঠনের সদস্যদের মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়।
তৃতীয় পর্বে ঠিক বিকেল ৩টায় বৈকালিক বুদ্ধ বন্দনা, পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান, পানীয় এবং অন্যান্য দানসামগ্রী দান, সূত্রপাঠ এবং ধর্মোপদেশ শ্রবণ করেন উপস্থিত সকল শিশু-কিশোর, সংগঠনের সদস্যসহ গ্রাম থেকে আগত পূণ্যার্থী তথা দায়ক-দায়িকাগণ।
এতে ধর্মীয় বিভিন্ন দিকনির্দেশনামূলক ধর্মোপদেশ প্রদান করেন জোবরা সুগত বিহারের উপাধ্যক্ষ ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু মহোদয়। এছাড়াও সংগঠনের সম্মানিত উপদেষ্টা শ্রীমাণ সুজয় বড়ুয়া সংগঠনের ইতিপূর্বের বিভিন্ন কার্যক্রমসমূহ উপস্থাপনসহ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য প্রদান করেন। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে অংশ নেন জোবরা সুগত বিহারের অধ্যক্ষ কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের মহোদয়। শ্রদ্ধেয় ভান্তের শারীরিক অবস্থা দেখে সংগঠনের উপদেষ্টা শ্রীমাণ সুজয় বড়ুয়া এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রীমাণ প্রত্যয় বড়ুয়া নিলয় অগ্রদূত বৌদ্ধ সংগঠনের সকল সদস্যদের পক্ষ হতে ভান্তের চিকিৎসার জন্য শ্রদ্ধাদান প্রদান এবং ভান্তের সুস্থজীবন প্রার্থনা করেন। ধর্মীয় অনুষ্ঠান শেষে শ্রদ্ধেয় ভান্তের হাত দিয়ে বর্ষপূর্তির কেক কর্তন অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এছাড়াও, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষা উপকরণসমূহ হাতে পেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখ হাসি ও আনন্দে ভরে ওঠে। সর্বশেষ পর্বে, সংগঠনের সকল সদস্যগণ জোবরা গ্রাম হতে নন্দনকানন বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নন্দনকানন বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণসহ ফানুস উত্তোলন করা হয়।সংগঠনের একনিষ্ঠ ও দায়িত্বশীল সদস্যা শ্রীমতী প্রজ্ঞা বড়ুয়া-এর তত্ত্বাবধানে ৬ষ্ঠ বর্ষপূর্তি-কে কেন্দ্র করে হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জগতের সকল প্রাণির সুখ কামনা করে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে ১২ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ গঠন করা হয়। আহ্বায়ক শ্রীমাণ অনিন্দ্য বড়ুয়া এর আহ্বানে সংগঠনের প্রিয়মুখ শ্রীমাণ সুস্ময় বড়ুয়া-কে প্রধান অর্থাৎ সদস্য সচীব করে উদযাপন পরিষদটি গঠিত হয়। এতে আরো ছিলেনঃ অর্থসচীব-শ্রীমাণ প্রত্যয় চৌধুরী রিদ্দি, প্রধান সমন্বয়কারী-শ্রীমাণ উৎস বড়ুয়া, সমন্বয়কারী-শ্রীমতি প্রজ্ঞা বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য ৭জন সদস্য-সদস্যা